আজ বুধবার দুপুর একটা পঁয়ত্রিশের দিকে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় শিবিরের কর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে শিবির কর্মীরা জমায়েত হয়ে বক্তৃতা ও শ্লোগান দিতে থাকে।
এমতাবস্থায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ধাওয়া দিয়ে শিবির কর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে দুইজন শিবির কর্মীকে তাঁরা আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী কর্মী ওহিদুর রহমান ডেইলি বঙ্গ নিউজ ২৪ কে বলেন, আমরা দক্ষিণ বনশ্রী বাজার মার্কেটের দোতলায় আওয়ামী কার্যালয়ে দুপুর একটা থেকে কর্মীদের সাথে বসে দলীয় কার্যক্রম নিয়ে মতবিনিময় করছিলাম। তখন আমার সাথে ছিলেন ছাত্রলীগ কর্মী আলামিন,স্থানীয় প্লট মালিক কল্যাণ সমিতির মহিলা বিষয়ক সম্পাদক মিনহাজ মাছুম সহ তিন চারজন। এরপর দুপুর একটা পঁয়ত্রিশের দিকে আমরা শিবিরের শ্লোগানের শব্দ শুনে অফিস থেকে বের হই এবং দেখতে পাই প্রায় দুইশত জনের একটা মিছিল নিয়ে তাঁরা ফাল্গুনি চেকের দিকে যাচ্ছে। তখন আমরা তাদেরকে ধাওয়া দিয়ে সকলকে ছত্রভঙ্গ করে দেই। তারপর স্থানীয় জনগণের সহযোগিতায় দুইজন শিবির কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক দুইজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।