সরকার সৎ মায়ের মতো আচরণ করছে : সোহেল রানা

‘সরকার আমাদের সাথে সৎ মায়ের মতো আচরণ করছে। মন্ত্রীরা বছরের পর বছর আমাদের কথা দিচ্ছেন কিন্তু কোনো কথাই রাখেননি। সরকার যদি না চায়, তা হলে চলচ্চিত্র কোনোদিনও ঘুরে দাঁড়াবে না। চলচ্চিত্রে যে সমস্যাগুলো চলছে তা সরকার ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। এখনই সময় সরকারের কাছ থেকে আমাদের দাবিগুলো আদায় করার।’ গতকাল মঙ্গলবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করার সময় এসব কথা বলেন নায়ক, প্রযোজক ও পরিচালক সোহেল রানা।

গতকাল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এফডিসিতে সমিতির কার্যলয়ে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অঞ্জনা, মিশা সওদাগর, ফেরদৌস, জায়েদ খান, প্রযোজক শামসুল আলম, আবু মুসা দেবু, পরিচালক সমিতির মাহাসচিব বদিউল আলম খোকনসহ আরো অনেকে।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সরকার এত দিন ক্ষমতায় আছে, এখন নির্বাচনের বছর। এটাই দাবি আদায়ের বছর। আমি মনে করি এখনই সরকারের কাছে আমাদের চলচ্চিত্রের দাবিগুলো তুলে ধরেত হবে এবং সেগুলো আদায় করতে হবে।’

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘এর আগে আমিও এই সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু তখন আমি এই ওয়েবসাইটের কাজ করিনি। আমার পরও অনেকেই দায়িত্ব পালন করেছেন, তাঁরাও করেননি। অথচ এটা আরো আগে হওয়া উচিত ছিল। দেরিতে হলেও হয়েছে- এ কারণে বর্তমান কমিটিকে ধন্যবাদ। তবে শুধু ওয়েবসাইট করলেই হবে না, নিয়মিত একে আপডেট করতে হবে। এই কাজে এমন একজনকে নিয়োগ করা হোক যিনি এই ওয়েবসাইটকে সবসময় আপডেট রাখবেন।’

ওয়েবসাইট প্রসঙ্গে সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা এরই মধ্যে একজনকে নিয়োগ দিয়েছি, তিনি সর্বক্ষণ বিষয়টি তদারকি করবেন। অনেকদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ওয়েবসাইটটি ওপেন করতে পারছিলাম না, আমাদের সাধারণ সম্পাদকের চেষ্টায় তা সম্ভব হলো। আমি সভাপতি হিসেবে তাঁকে ধন্যবাদ দিতে চাই।’

এ সময় মিশা সওদাগর সিনেমা হলে প্রজেক্টর বসানো নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘গতকাল এফডিসির এমডি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। উনাকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে, ৫০ কোটি টাকা দিয়ে ৬০-৭০টি সিনেমা হলে প্রজেক্টরসহ উন্নয়নের কথা চূড়ান্ত হয়েছে। আশা করি আগামী কিছুদিনের মধ্যে বিষয়টি পাস হয়ে যাবে।’

সমিতির সাধারণ সম্পাদক জয়েদ খান বলেন, ‘এখন আমাদের পূর্ণ কমিটি ও উপদেষ্টা কমিটি দিয়ে আমাদের ওয়েবসাইটের যাত্রা শুরু হলো। এখানে যুক্ত হবে চলচ্চিত্রের সব শিল্পীর তালিকা, তাঁদের কাজ ও পারিবারিক বিবরণ। এই ওয়েবসাইট ভিজিট করলে শিল্পীদের সম্বন্ধে যে কেউ পরিপূর্ণ ধারণা পাবে।’

ওয়েবসাইটের ঠিকানা হলো বিডি ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন ডটকম  www.bdfilmartisteassociation.com