জানেন কি, আপনার পছন্দের টুথপেস্ট দিয়ে দাঁত আর মুখগহ্বর পরিষ্কার করা ছাড়া আরও অনেক কাজ সুচারুভাবে সেরে ফেলা সম্ভব? জানতে চান সেগুলি কী? তবে হ্যাঁ, টুথপেস্ট বলতে কিন্তু আমরা সনাতন সাদা পেস্টের কথাই বলছি৷ জেল বা রঙিন পেস্ট অথবা অরগ্যানিক দাঁতের মাজন দিয়ে কিন্তু এর কোনওটাই হওয়া সম্ভব নয়৷
সাদা জুতোকে করে তোলে আরও সাদাঃ স্নিকার্স বা সাদা কেডসে যে রবারের ট্রিম থাকে, সে জায়গাটা কয়েকবার ব্যবহার করার পর থেকেই রং হারাতে আরম্ভ করে৷ একটা কাপড়ে এক দলা টুথপেস্ট নিয়ে এই ট্রিমে ভালো করে ঘষুন, তার পর ভেজা ন্যাকড়ায় মুছে দেখুন জুতো কেমন ঝকমকিয়ে ওঠে!
বাথরুমের সিঙ্ক পরিষ্কার করুনঃ সকালবেলা ঘুমচোখে ব্রাশে পেস্ট লাগাতে গিয়ে বেশ খানিকটা পড়েছে সিঙ্কে? সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবেন না, একটা স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পুরো সিঙ্কটা ভালো করে পরিষ্কার করুন৷ দেখবেন জলের দাগ থেকে আরম্ভ করে সব ময়লা ভ্যানিশ হয়ে গিয়েছে!
কিবোর্ড বা পিয়ানোর কি পরিষ্কার করতে দারুণ কার্যকরঃ সাদা কিবোর্ড নোংরা হয়ে যাচ্ছে? কাপড়ের মধ্যে এক দলা টুথপেস্ট নিন, তার পর সেই কাপড়টি দিয়ে পিয়ানো, অরগ্যানের কি বা কম্পিউটারের কি বোর্ড ঘষে পরিষ্কার ঝকঝকে করে ফেলুন৷ তার পর একবার অবশ্যই সামান্য ভেজা ন্যাকড়া দিয়ে আর একবার মুছে নেবেন সারফেসটা৷
গন্ধ তাড়ানঃ পেঁয়াজ, রসুন কুচোলে বা মাছ ধুলে হাতে নাছোড় গন্ধ জড়িয়ে যায়, খুব কড়া সাবান ব্যবহার না করলে তা চট করে যেতে চায় না৷ হাতে একটু টুথপেস্ট নিন, সঙ্গে চিপে দিন কয়েক ফোঁটা লেবুর রস৷ ভালো করে রগড়ে নিয়ে এক মিনিট পর ধুয়ে ফেলুন৷ দেখবেন, যাবতীয় দুর্গন্ধ নিমেষে দূর হয়েছে, সেই সঙ্গে মুছে গিয়েছে নেলপলিশের টুকরো টাকরা দাগও৷ আপনার নখ হয়ে উঠেছে ঝকঝকে৷
পোড়ার যন্ত্রণা কমায়ঃ রান্নাঘরে তাড়াহুড়ো করতে গিয়ে কড়া বা গরম টোস্টারে হাতের ছোঁয়া লেগে পুড়ে গিয়েছে? সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগান, জ্বালা কমবে৷
কাচ পরিষ্কার করুনঃ গাড়ির হেডলাইট, গগলস (বিশেষ করে যাঁরা সাঁতার কাটেন, তাঁদের গগলস), বাচ্চাদের বোতল, থারমোস ফ্লাক্স ইত্যাদি পরিষ্কার করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট আর জলের মিশ্রণ৷ তবে প্রতিটি জিনিসই ব্যবহারের পর ভালো করে ধুয়ে নেবেন অতি অবশ্যই৷