বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি ভারতের চেম্বার অব কমার্সের ‘ওমেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। নিজের ভালো লাগার বিশেষ এই মুহূর্তে নিজের কিছু গোপন বিষয়ে জানান দিলেন নায়িকা। একে তার সাহসী পরিচয়ও বলা চলে।অ্যাওয়ার্ড গ্রহণের পর ইয়ামি বলেন, ‘মুম্বাইতে আমার কোনো গডফাদার নেই। তাছাড়া বড় কোনো ব্যাকআপও নেই। এমনকি আমাকে এক্ষেত্রে সাহায্য করার মতোও কেউ ছিল না। এসব ছাড়াই আমি মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলাম। এরপর অভিনয়ে আসি। কিন্তু অনেক নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখিও আমাকে হতে হয়েছে এখানে।’তিনি আরো বলেন, ‘সত্যি বলতে গিভ অ্যান্ড টেক ছাড়া কিছু হয় না। বলিউডও সেরকম একটি জায়গা। কিন্তু আমি এসবে অভ্যস্ত নই। তাছাড়া মেধা দিয়েই এগুতে চেয়েছি। সেদিক থেকে বলতে পারি আমি যতটুকু এসেছি তার জন্য আমার পরিবার সব থেকে বেশি উৎসাহ আমাকে দিয়েছে। আমার চেষ্টাটাও ছিল শতভাগ। এই চেষ্টাটা সামনেও অব্যাহত থাকবে।’
মুম্বাইতে আমার কোনো গডফাদার নেইঃ ইয়ামি গৌতম
