তারকার মেলায় সিন্ডি রোলিং

পর্দা উঠেছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডের। আসরের শেষ দিনের সবুজ গালিচায় হেঁটেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, শহিদ কাপুর, কৃতী স্যানন, সুশান্ত সিং রাজপুত,সোনাক্ষী সিনহা, সাইফ আলী খান, অনিল কাপুর, মিরা রাজপুত, প্রীতি জিন্তা, দিয়া মির্জা। আর তাদের সঙ্গ দিয়েছেন বাংলাদেশি তারকা সিন্ডি রোলিং। রবিবার ১৬ই জুলাই ২০১৭ আইফা অ্যাওয়ার্ডে সিন্ডি রোলিং এর উপস্থিতি নতুন আলোড়ন তুলেছে। বাংলাদেশি টিভি চ্যানেল এশিয়ান টিভি এর পক্ষ থেকে এই তারকা কথা বলেন সবার সাথে। বলিউড আর হলিউড তারকাদের সাথে ঢালিউড এই তারকাও গ্রীন কার্পেটে পা রাখেন। ‘কমন জেন্ডার’ থেকে  এক এক করে ‘মুসাফির’ মূভি পর্যন্ত দিয়েছেন নানা চমক। কখনো আইটেম সঙ্গ, কখনো খল নায়িকা। কখনো বা গ্রামীন নারী চরিত্র। সব সময়ই করছেন ভিন্ন ধারার কাজ। এবার আইফা অ্যাওয়ার্ডে তার উপস্থিতি আবারও ভিন্ন মাত্রা যোগ করল।

গত বুধবার শুরু হওয়া ওই আসর মাতিয়ে যাচ্ছেন বলিউড তারকারা। নিউইয়র্কের টাইমস স্কোয়ার এখন ভারতীয় তারকাদের নাচে ও গানে মাতোয়ারা। বলিউড তারকাদের একনজর দেখার জন্য অনুষ্ঠানে উপচে পড়া দর্শকের ভিড় লক্ষ করা যায়। নাচে-গানে প্রবাসী ভারতীয়দের তো বটেই, বলিউড তারকারা নাচিয়েছেন নিউইয়র্কের বাসিন্দাদেরও।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চারদিনব্যাপী অনুষ্ঠিত হয় আইফা অ্যাওয়ার্ড-২০১৭ এর ১৮তম আসরের শেষদিন ছিল পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা। এবারের আইফা অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে শহিদ কাপুর ও আলিয়া ভাট। ‘উড়তা পাঞ্জাব’ ছবির জন্য  সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তারা। মহেশ ভাট কন্যা আলিয়ার ঘরে গেছে আরো একটি পুরস্কার। আইফার চোখে স্টাইল আইকন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন তিনি। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী (পিঙ্ক)।সেরা ছবির পুরস্কার জিতেছে ‘নির্জা’। সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ (উড়তা পাঞ্জাব) আর সেরা নবাগত অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দিশা পাটানি (এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি)।

প্রতিযোগিতার বাইরে সংগীতে ২৫ বছরের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানানো হয়েছে এ আর রহমানকে। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে আইফা অ্যাওয়ার্ডসের আসরে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এতে  অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন সালমান খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সুশান্ত সিং রাজপুত, কৃতি স্যানন প্রমুখ।  এবারের আয়োজন উপস্থাপনা করেন সাইফ আলি খান ও করণ জোহর।