‘একার পক্ষে রোহিঙ্গার ভার বহন করা সম্ভব না’

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, বাংলাদেশের একার পক্ষে বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করা সম্ভব না। তাই হত্যাযজ্ঞ বন্ধে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, , আমরা মানবিক কারণে তাদের (রোহিঙ্গা) আশ্রয় দিচ্ছি। কিন্তু আমাদের সক্ষমতার একটা সীমারেখা আছে। এ লোড (বোঝা) বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়।

মিয়ানমারের আচরণ অমানবিক উল্লেখ মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা গেলে সমস্যার সমাধান সহজ হবে।