২১ বছরেও জট খোলেনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুরহস্যের। খুব শিগগিরই এই মামলার আসামিদের সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে জানিয়েছে পিবিআই। সম্প্রতি অভিযুক্ত আসামীদের একজনের একটি ভিডিও প্রকাশের পর আবারো আলোড়ন ওঠে এই নায়কের মৃত্যু নিয়ে। গতি পায় তদন্ত কার্যক্রম। সালমান শাহ্ এর মৃত্যুবার্ষিকীতে পরিবার আর ভক্তদেরও আশা, শিগগরিই তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে, জানা যাবে- কেন মাত্র ২৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন এই তারকা।
নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। বাংলা সিনেমারও তখন বেশ রমরমা অবস্থা। প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ –এই বাজিমাত করেন এই নায়ক। বাবা মায়ের ছোট্ট ছেলে ইমন সারা বাংলাদেশে পরিচিত হন সালমান শাহ্ নামে।
সালমান শাহ্ এর তারকাখ্যাতি যখন তুঙ্গে, মাত্র ২৪ বছর বয়সে, সিনেমার মতনই হঠাৎ করে তার চলে যাওয়া। আর রেখে যাওয়া নানা প্রশ্ন, নানা রহস্য। তুমুল জনপ্রিয় এই নায়ক কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল– সে প্রশ্নের মীমাংসা হয়নি এখনো। সময়ের পরিক্রমায় সবাই হয়ত ভুলতেই বসেছিলেন বিষয়টি। ২১ বছর পরে, অভিযুক্ত আসামীদের একজন এর একটি লাইভ ভিডিও প্রকাশ পাওয়ার পর আবারো আলোচনার ঝড় বয়ে যায় তাঁর মৃত্যুরহস্য নিয়ে।
সালমান শাহ্ এর পরিবারের আশা, এই ভিডিওর সূত্র ধরে সুরাহা হবে তার মৃত্যুরহস্যের। এদিকে, এখনো সবার স্বাক্ষ্যগ্রহণ শেষ না হলেও তদন্ত দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই।
এই ২১ বছরে অনেকটাই বদলে গেছে বাংলা সিনেমার অবস্থা। নেই আগের সেই সুদিন। তবে, সালমান শাহ ঠিকই রয়ে গেছেন ভক্তদের হৃদয়ের মণিকোঠায়। তাদের চাওয়া একটাই, দ্রুত নিস্পত্তি হোক তাদের এই প্র্রিয় নায়কের অকাল মৃত্যু রহস্যের।