ব্যান্ডসঙ্গীত প্রিয় শ্রোতাদের কাছে গুরু নামে খ্যাত ব্যান্ডশিল্পী জেমস আসবেন কনসার্টে। আসন্ন ২২ সেপ্টেম্বর দুপুর ২ টার সময় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে পারফর্ম করবেন জেমস। জেমসের গান মানেই শ্রোতাদের উন্মাদনা। তার বেশ কিছু গান মানুষের মর্মে গেথে আছে।
তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। তার ব্যান্ডের নাম নগরবাউল, যা পূর্বে ফিলিংস নামে পরিচিত ছিল। তিনি উক্ত ব্যান্ডের ভোকালিস্ট ছাড়াও গিটারিস্ট। দেশিয় চলচ্চিত্রে প্লে-ব্যাক করা ছাড়াও বলিউড সিনেমার প্লে ব্যাকও করেছেন জেমস। জেমসের আসন্ন কনসার্ট নিয়ে জনসাধারণ ছাড়াও দেশের তারকাদের মধ্যেও বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।