১৩ সেপ্টেম্বর ২০১৭/ ২৯ ভাদ্র ১৪২৪ বুধবার
আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি কন্যা রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। ১৩ তারিখে জন্ম হবার কারনে আপনার উপর ইউরেনাসের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৭,১৬,২৫। শুভ বর্ণ: বেগুণী ও কমলা। শুভ বার ও গ্রহ : রবি ও সোম। শুভ রতœ : রুবী ও একুয়ামেরিন।
চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র বৃষ রাশিতে, রাত: ৭:৪৯ থেকে মিথুন রাশিতে অবস্থান করবে। ৮মী তিথি রাত: ১১:৫১ পর্যন্ত পরে ৯মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) ঃ মেষ রাশির দিনটি মিশ্র যাবে। আর্থিক বাধা বিপত্তির আশঙ্কা প্রবল। পাওনা টাকা আদায়ের কথা থাকলেও তা পেতে ঝামেলার সম্মূখীন হবেন। খাদ্যদ্রব্য প্রস্তুত কারকগন ক্ষতির সম্মূখীন হতে পারেন। বাড়ীতে কোনো শ্যালক শ্যালিকার আগমনে কিছুটা বিরক্ত হতে হবে। আজ কারো সাথে কথাকাটাকাটি হবার আশঙ্কা দেখা যায়।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। শরীর স্বাস্থ্য হটাৎ করে খারাপ হবার আশঙ্কা দেখা যায়। শনির কারনে মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। কর্মস্থলে ঝামেলা এড়াতে আজ একটু সাবধানে সিদ্ধান্ত নিন। অংশিদারী ব্যবসায় বাধা বিপত্তি দেখা দিতে পারে। জীবন সাথীর শারীরিক অবস্থা ভালো যাবে না।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ আজ মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার সময়ে অযথা বিলম্ব বা বাধার শিকার হবেন। বৈদেশিক বানিজ্যের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে না। আইনগত জটিলতায় আজ আদালতের রায় আপনার অনুকূলে নাও আসতে পারে। দূরের যাত্রায় ঝামেলা দেখা দেবে। রাত সাড়ে সাতটার পরে পরিস্থিতির উন্নতি হবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ আজ কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য ভালো নয়। কোনো কারনে বন্ধুর সাথে মতানৈক্য দেখা দিতে পারে। ঠিকাদারী ব্যবসায় আয় উন্নতি আশানুরুপ হবে না। নগদ অর্থ লেনদেনে আর্থিক ঝামেলা দেখা দিতে চলেছে। বাড়ীতে কোনো কারনে বড় ভাই বোনের সাথে মনমালিন্য হতে পারে। রাতের দিকে দূরের যাত্রা শুভ। ব্যয় বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) ঃ চাকরী সংক্রান্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে। সরকারী চাকরী লাভের ক্ষেত্রে প্রতারিত হবার আশঙ্কা প্রবল। রাজনৈতিক কাজে কোনো প্রকার ঝামেলা দেখা দিতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে কোনো বিষয়ে বিরোধে জড়িয়ে পরতে পারেন। বেসরকারী কাজ-কর্মে বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। সন্ধার পরে কিছু বকেয়া টাকা লাভের সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) ঃ আজ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত বাধা বিপত্তির সম্মূখীন হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ঝামেলা দেখা দিতে পারে। জীবীকার তরে বিদেশ গমনের ক্ষেত্রে অনাকাঙ্খীত ঝামেলা দেখা দিতে চলেছে। উচ্চ শিক্ষায় বাধা বিপত্তি দেখা দেবে। রাতে বেকারদের কর্ম সংক্রান্ত তদ্বির সফল হতে পারে। রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) ঃ আজ তুলার জাতক জাতিকার খুচরা লোহালক্কড় ও ভাঙ্গারী ব্যবসায় আইনগত জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে কিছু ক্ষতির আশঙ্কা প্রবল। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। ঋণ দান ও ঋণ গ্রহণ কালে সাবধান হতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যবসায় কিছু লাভ করতে পারেন। রাতের দিকে ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) ঃ আজ বৃশ্চিক রাশির দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। জীবন সাথীর সাথে কোনো কারনে মনমালিন্য হতে পারে। সাপ্লাই ও কন্ট্রাক্টরীতে কিছু ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীদের ব্যবসায় বাধা বিপত্তির সম্মূখীন হতে হবে। অংশিদারী ব্যবসায় অংশিদারের সাথে বিবাদে জড়িয়ে পরতে পারেন। রাতে কোনো অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ আজ ধনু রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হটাৎ করে শ্বাসকষ্ট জনিত পীড়ায় কষ্ট পেতে পারেন। বাড়ীতে যান্ত্রিক গোলোযোগ দেখা দিতে পারে। কোনো ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের প্রয়োজন হতে পারে। গোপন শত্রুর তৎপরতা বৃদ্ধি পাবে। রাতে দাম্পত্য সম্পর্কের উন্নতি হতে পারে। ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী ) ঃ আজ মকর রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় বাধা বিপত্তি দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা প্রকট হবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে থাকবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের প্রতারিত হবার আশঙ্কা দেখা যায়। সন্ধার পরে শরীর কিছুটা দূর্বল হতে পারে। রক্ত চাপের রুগীরা কষ্ট পেতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী) ঃ বাড়ীতে মায়ের সাথে কোনো কারনে দ্বন্দ্ব হবার আশঙ্কা। গৃহ সুখ শান্তি ব্যহত হবে। আজ প্রত্যাশানুসারে কাজে অগ্রগতি হবে না। কোনো আত্মীয়র সাথে বিরোধ হতে পারে। কর্মস্থলে বাধা বিপত্তির সম্মূখীন হতে চলেছেন। গৃহ নির্মাণের কাজে অহেতুক বাধা বিপত্তি ভোগাবে। রাতে সন্তানের সাথে বাহিরে কোথাও বেড়াতে যেতে পারেন। রোমান্টিক যোগাযোগ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ) ঃ যোগাযোগে বাধা বিপত্তি দেখা দেবে। রপ্তাণীকারকগণ বিদেশ থেকে কোনো অর্ডার বাতিলের সংবাদ পেতে পারেন। সাংবাদিকদের দিনটি ঝামেলাপূর্ণ। গার্মেন্টস এর মালিকদের দিনটি বাধা বিপত্তির। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো বিষয়ে প্রতিবেশীর সাথে বিরোধ হবার আশঙ্কা। রাতে মায়ের সাহায্য পাবেন।