ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ঈদুল আজহায় পরীমনি অভিনীত সোনা বন্ধু নামে সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। এদিকে সিনেমাটির মুক্তিকে সামনে রেখে গত ১৭ আগস্ট ইউটিউবে প্রকাশ করা হয় এ সিনেমার একটি গান। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা শিরোনামের এ গানটিতে পরীমনির সঙ্গে পারফর্ম করেছেন ডি এ তায়েব।
তিন মিনিট তিন সেকেন্ড দৈর্ঘ্যের এ গানটিতে গ্রামের মনোরম পরিবেশ তোলে ধরা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা ও মান্নান মন্ডল। ফোক ধাঁচের এ সিনেমায় পরীমনি গ্রামের একজন সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে।
শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম. ম. রুবেল।
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজসহ আরো অনেকে। গত বছরের ৬ জুন টাঙ্গাইলে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যায়ন করা হয়।