তিন বছর আগে নেয়া প্রকল্পটি আবার নতুন ব্যয়ে শুরু করা হচ্ছে। যে চীনের টাকা না দেয়ায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্প আলোর মুখ দেখেনি। সেটাই আবার অনুমোদন দেয়া হলো। এখন আগের চেয়ে ব্যয় বাড়ল ৭১২ কোটি টাকা।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পটিসহ ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের জানান। অনুমোদিত ১০ প্রকল্পে ব্যয় হবে ৫ হাজার ৭৮৩ কোটি ৪০ লাখ টাকা। যার মধ্যে সরকারি ৩ হাজার ২৯৬ কোটি ৩২ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা ২ হাজার ৪৭২ কোটি ৮ লাখ টাকা।
জানা যায়, বিটিসিএলের বিদ্যমান ল্যান্ড টেলিফোন নেটওয়ার্ক পুরাতন টেকনোলজি নির্ভর হওয়ায় শুধুমাত্র ভয়েজ কল ছাড়া অন্য কোনো ভিডিও কল করা যায় না। তাই পুরাতন যন্ত্রপাতির নেটওয়ার্ক আধুনিক করা হবে।
এছাড়া, কেরানিগঞ্জে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, ৩৬০টি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও স্মৃতি যাদুঘর নির্মাণ, ভাসমান বেডে সবজি ও মষলা চাষ, ঢাকা শহরের নিকটবর্তী এলাকায় ১০টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, পিরোজপুরে ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, পুলিশের ৫০টি হাইওয়ে পোষ্ট স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয়।