আলবার্ট আইনস্টাইনের ৭২তম জন্মদিনের বিকেলবেলা। পার্টি শেষে গাড়িতে উঠেছেন মাত্র। আলোকচিত্রী আর্থার স্যাসে খেয়াল করলেন, গাড়ির দরজা হাট করে খোলা। ব্যস, এই তো সুযোগ; আইনস্টাইনকে অনুরোধ করলেন, ‘একটা ছবি তুলব।’ আইনস্টাইন ঘুরে বসলেন এবং বের করলেন তাঁর জিব। আলোকচিত্রী ভুল করলেন না মুহূর্তটি রিলবন্দী করতে। বাকিটা ইতিহাস।
আসল ছবিটা আরও বড় ছিল। পরে সেটা ক্রপ করে পোর্ট্রেট আকারে নিয়ে আসা হয়। আইনস্টাইন এই ছবিটা খুব পছন্দ করেছিলেন। তাই এই ছবিটাই ব্যবহার করতেন তাঁর পাঠানো শুভেচ্ছা-কার্ডগুলোতে।
বিখ্যাত ছবির পেছনের গল্প
